চড় মারার ১৭ বছর পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিখ্যাত ক্রিকেটের  – KolkataTimes
April 4, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

চড় মারার ১৭ বছর পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিখ্যাত ক্রিকেটের 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
দীর্ঘ ১৭ বছর পর সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন হরভজন সিং। নেপথ্যে শ্রীসন্থকে মারা চড় সংক্রান্ত বিতর্ক। এক্স-হ্যান্ডেলে এক ক্রিকেট ভক্তের তোলা প্রশ্নের জবাবে ভাজ্জি জানালেন, ওই ঘটনায় তাঁরই গলদ রয়েছে৷ কাজটি করা মোটেও ঠিক হয়নি।

শ্রীসন্থ-হরভজন বিতর্ক আইপিএলের ইতিহাসে সবচাইতে নাটকীয় ও কুখ্যাত ঘটনা। টুর্নামেন্টের উদ্বোধনী মরশুমের একটি ম্যাচে মুখোমুখি হয় কিংস ইলেভেন পাঞ্জাব (অধুনা পাঞ্জাব কিংস) ও মুম্বই ইন্ডিয়ান্স৷ মোহালির ওই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত জয়লাভ করে পাঞ্জাব শিবির৷ অন্যতম নায়ক ছিলেন শ্রীসন্থ। ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে দুটি উইকেট তুলে নেন তিনি।

ম্যাচ শেষে  দুই দলের ক্রিকেটাররা যখন মাঠ ছাড়ছিলেন, তখনই শ্রীসন্থকে চড় মারার অভিযোগ ওঠে হরভজনের বিরুদ্ধে৷ টেলিভিশনের পর্দায় ফুটে ওঠে কান্নায় ভেঙে পড়া শ্রীসন্থের মুখ৷ তাঁকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছিলেন সতীর্থরা।

ঠিক কী কারণে প্রতিপক্ষকে চড় মেরেছিলেন ভাজ্জি, সেটা বহুদিন অজানা ছিল। পরে জানা যায়, সেদিন উস্কানিমূলক মন্তব্য করে হরভজনকে উত্তেজিত করে তুলেছিলেন ভারতীয় দলের তদানীন্তন পেসার। যে কারণে হরভজন রাগ সামলাতে না পেরে চড় কষিয়েছিলেন।

এবার এই নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ভাজ্জি। যিনি এ ছাড়াও একাধিক ইস্যুতে বিতর্কে জড়িয়েছেন। অতিসম্প্রতি ইংরেজ বোলার জফ্রা আর্চারকে উদ্দেশ করে বলা বর্ণবিদ্বেষী মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ার রোষের শিকার হয়েছেন। সেই বিষয়ে কোনও প্রতিমন্তব্য না করলেও ২০০৮ সালের ঘটনা নিয়ে মুখ খুললেন হরভজন। এক্স-হ্যান্ডেলে একজন তাঁকে সেদিনের একটি ভিডিও আপলোড করে প্রশ্ন ছুড়ে দিলে ভাজ্জি বলেন, ‘এই কাজ করা ঠিক হয়নি। আমারই দোষ ছিল। কিন্তু ভুল হয়েছে তার কারণ আমি মানুষ, ভগবান নই৷’

Related Posts

Leave a Reply