হরিদেবপুরে একের পর এক শিশুর মৃতদেহ উদ্ধার, এখনো পর্যন্ত সংখ্যাটা ১৪!
কলকাতা টাইমসঃ
হরিদেবপুরের একটি জমি থেকে উদ্ধার করা হলো ১৪ জন সদ্যোজাতের মরদেহ। প্ল্যাস্টিকের ব্যাগে করে ফেলে রাখা হয়েছিলো মরদেহগুলো। জানা গেছে, ওই জমিটি এখন একটি নির্মাণ সংস্থার অধীনে। তারা আজ রবিবার জমিটি পরিষ্কার করার কাজ শুরু করতেই দেহগুলো উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, অবৈধ গর্ভপাত হয় এমন কোনো চিকিৎসা প্রতিষ্ঠান শিশুগুলোর দেহ এখানে ফেলে রেখে গেছে। এই ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে যান কলকাতার পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং পুলিশ কমিশনার রাজীব কুমার।
টিন দিয়ে ঘেরা ওই জমির ভেতরেই গভীর রাত পর্যন্ত চলে মদের আসর। ওই এলাকায় আলোও কম রয়েছে। তার সুযোগ নিয়েই মৃতদেহগুলো ফেলে গিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই ধারণা পুলিশের। ঘটনাস্থলে গিয়ে মেয়র জনান, কাউন্সিলর সোমা চক্রবর্তীর কাছ থেকে খবরপেয়ে এখানে এসেছি। এখন পর্যন্ত ১৪ জনের মৃতদেহ উদ্ধার কার হয়েছে। পুলিশ জানাচ্ছে, আশপাশে কয়েকটি বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলোর ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।