কলকাতার এক বিশ্ববিদ্যালয়ে পাঠ্য পুস্তকে জায়গা পেলো হ্যারি পটার!
কলকাতা টাইমসঃ
বিশ্ব মাতানো কিশোর থ্রিলার হ্যারি পটার। জে কে রাউলিংয়ের লেখা এই ফিকশন নিয়ে এর আগে একের পর এক চলচ্চিত্র নির্মিত হয়েছে। এবার পশ্চিমবঙ্গের এক বিশ্ববিদ্যালয়ের একটি কোর্সের অন্তর্ভুক্ত হতে চলেছে এটি। কলকাতার ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস (এনইউজেএস) হ্যারি পটারকে তাদের কোর্সের অন্তর্ভুক্ত করলো। কোর্সটির নাম, ‘অ্যান ইন্টারফেস বিটুইন ফিকশন লিটারেচার এন্ড ল’: স্পেশাল ফোকাস অন রলিংস পটারভার্স’
চতুর্থ ও পঞ্চম বর্ষের ছাত্রছাত্রীদের স্নাতক (বি.এ এলএলবি) কোর্সের অন্তর্ভুক্ত হচ্ছে এটি। কাল্পনিক ঘটনার ক্ষেত্রে আইন কীভাবে কাজ করে বা কতটা কার্যকর তা জানার জন্যই মূলত এই কোর্স। এই কোর্সে হ্যারি পটারের বিভিন্ন গল্পে আইনের প্রভাব কতটা বা তা কীভাবে কার্যকর হয়েছে তা আলোচনা করা হবে।