বাংলাদেশেই ফিরবেন হাসিনা, জানালেন জয়
কলকাতা টাইমস :
অশান্ত বাংলাদেশের রাস এবার নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুসের হাতে। বৃহস্পতিবার তাঁর নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ১৫ উপদেষ্টার এই সরকার অধীনে সাধারণ নির্বাচনের হওয়ার কথা। সেই নির্বাচনের সময়ই দেশে ফিরবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে আসার পর থেকেই চর্চা ছিল, খুব শিগগির ভারত ছেড়ে আমেরিকা কিংবা ব্রিটেন যেতে পারেন তিনি। মুজিবকন্যার মার্কিন প্রবাসী হওয়ার কথা ভাবা হচ্ছিল, যেহেতু হাসিনার ছেলে জয় সেখানকার নাগরিক। যদিও ইতিমধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভিসা দিতে অস্বীকার করেছে আমেরিকা। এই বিষয়ে যখন জল্পনা চরমে, তখনই টাইমস ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে জয় জানালেন, “অল্প সময়ের জন্যই ভারতে আছেন তিনি (হাসিনা)। যখনই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে, তখনই বাংলাদেশে ফিরবেন।” এবার হাসিনার দেশ ফেরা নিয়ে জয়ের বক্তব্যে দলীয় কর্মীদের মধ্যেও আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করা হচ্ছে।