ফুটবল আছে: হেড নেই !
কলকাতা টাইমসঃ
ফুটবল প্র্যাকটিসের সময় হেডিং নিষিদ্ধ করলো বিশ্বের ৩ ফুবল খেলিয়ে দেশ। তারা হলো ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড। এখানকার প্রাইমারি স্তরে হেডিং পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ১৬ বছর বয়স পর্যন্ত থাকছে নানান বিধিনিষেধ।
এক সমীক্ষায় দেখা গেছে, ছোটদের মস্তিষ্ক গঠনে সমস্যা তৈরী করে হেডিং। এমনকি খুব বেশি ফুটবলে হেড করলে বেশি বয়সে ডিমনেসিয়া এবং আলজাইমারের মতো অসুখেও ভুগতে দেখা গেছে অনেককে। প্রাইমারি স্কুলগুলিতে বিষেধাজ্ঞার পাশাপাশি অনূর্ধ্ব-১২ থেকে অনূর্ধ্ব-১৬ ফুটবলারদেরও হেড করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে।