এই স্বপ্নগুলো দেখেন নি তো ! মৃত্যর ঘন্টা বাজলো কিন্তু
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ঘুমের মধ্যে দেখা স্বপ্ন কি সত্যিই নিকট ভবিষ্যতের কোনও আভাস দেয়? বিজ্ঞানমনস্ক কিংবা যুক্তিনির্ভর মানুষরা এই প্রশ্নের উত্তরে বলবেন, না, দেয় না। কিন্তু এ কথাও ঐতিহাসিক ভাবে সত্য যে, অনেক ক্ষেত্রে স্বপ্নে দেখা ঘটনা কয়েক দিনের মধ্যেই আশ্চর্যজনকভাবে সত্যি বলে প্রমাণিত হয়েছে। এমনকী, এমন বিশ্বাসও প্রচলিত রয়েছে যে, স্বপ্নে অনেক সময়ে দেখা দেয় আসন্ন মৃত্যুর পূর্বাভাসও।
রামায়ণে বর্ণিত হয়েছে যে, রাজা দশরথের মৃত্যুর এক রাত্রি আগে ভরত পিতা দশরথকে তাঁর স্বপ্নে যমরাজের দিকে হেঁটে যেতে দেখেছিলেন। স্পষ্টতই এই স্বপ্ন ছিল দশরথের মৃত্যুর ইঙ্গিত। শুধু মহাকাব্য নয়, বাস্তবেও এই জাতীয় ঘটনার নজির রয়েছে। আব্রাহাম লিঙ্কন তাঁর মৃত্যুর কয়েক দিন আগে স্বপ্নে নিজেকে কফিনে শায়িত থাকতে দেখেছিলেন।
জুলিয়াস সিজার বা ক্যালিগুলাও তাঁদের আসন্ন মৃত্যুর প্রতীকী আভাস পেয়েছিলেন তাঁদের স্বপ্নে। অলৌকিকতা নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁরা বলছেন, কোনও ব্যক্তির আসন্ন মৃত্যুর পূর্বলক্ষণ যেমন তাঁর দেহে বা মনে ধরা পড়ে তেমনই ধরা পড়ে স্বপ্নেও। বলা হচ্ছে, স্বপ্নে নিহিত বিশেষ কিছু প্রতীকই নিজের অথবা কোনও আত্মীয়-বন্ধুর নিকটাগত মৃত্যুর পূর্বাভাস দেয়। কীরকম? আসুন, জেনে নিই:-
সাপ: স্বপ্নে সাপ-দর্শন পৃথিবীর বহু সংস্কৃতিতেই অশুভ লক্ষণ বলে মনে করা হয়। স্বপ্নে দৃষ্ট সাপ আসন্ন মৃত্যুর প্রতীক, এমনটাই বিশ্বাস।
কালো বিড়াল: কালো জাদু বা ডাইনি বিদ্যার চর্চা করেন যাঁরা তাঁদের কাছে কালো বিড়াল বিশেষ তাৎপর্যবাহী। তাঁরা মনে করেন, স্বপ্নে কালো বিড়াল দেখার অর্থ কোনও ঘোরতর অমঙ্গল ঘটতে চলেছে জীবনে। এমনকী মৃত্যুও সেই অমঙ্গলের সীমানাভুক্ত হতে পারে।
দাঁত পড়ে যাওয়া: অনেকের মতে স্বপ্নে দাঁত পড়ে যেতে দেখা, কোনও নিকটজনের আসন্ন মৃত্যুর দ্যোতক।
দাঁড়কাক: দাঁড়কাক বা অন্য কোনও কালো পাখি যদি স্বপ্নে আবির্ভূত হয়, তাহলে তা নিকটাগত মৃত্যুর লক্ষণ বলে ধরতে হবে।
ক্রন্দনরত শিশুর পরিচর্যা: যদি স্বপ্নে কোনও ক্রন্দনরত শিশুর পরিচর্যা করতে দেখা যায় নিজেকে, তাহলে তা নিজের অথবা কোনও নিকটজনের ম়ৃত্যুর পূর্বাভাস বলে ধরতে হবে।
কোনও ডুবন্ত ব্যক্তিকে বাঁচানো:
নাচ-গানে উচ্ছল আনন্দোৎসব: কেউ যদি স্বপ্নে নিজেকে নাচে-গানে উচ্ছল কোনও উৎসবে অংশগ্রহণ করতে দেখে, তাহলে শীঘ্রই সেই ব্যক্তি খুন হবে বলে মনে করা হয়।
একা একা মদ্যপান: কোনও ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে, সে কোনও শ্মশান বা কবরস্থানে কিংবা কোনও পাহাড়চূড়ায় একা বসে মদ্যপান করছে, তাহলে আদপে তার মৃত্যু তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে।
We are for you, Because of you.
Kolkata Times may be a new hope, but it existence owes a lot to its owner and Editor in Chief Pinaki Das. Its not only a news portal, its our soul. Soon Its Going to be voice of people. Which never compromises in reporting quality and ethics of journalism.
News247 Worldwide is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
+(785) 238-4131
editor@news247.com