এই অভিনেতা এক কোটি টাকায় কুকুর কিনলেন, পোষার খরচ মাসে ৫০ হাজার
কলকাতা টাইমস :
কোরিয়ান ডোসা মিশ্চিফ নামে ওই প্রজাতির কুকুর তিনি খুঁজছিলেন গত ২০ বছর ধরে। সম্প্রতি চীনে এক ব্যবসায়ীর কাছে ওই কুকুর আছে বলে জানতে পারেন তিনি। সেখান থেকেই দু’টি কুকুরছানা পৌঁছবে বেঙ্গালুরুতে। আর এই কুকুর ছানার দাম মাত্র এক কোটি টাকা! শুনেই চমকে উঠার মত তাইনা? যে দেশের মানুষ এক বেলা খাবার জোগারের জন্য মাথার ঘাম পায়ের তালুতে ফেলে রাতদিন খাটা কাটি করে থাকেন। আর সে দেশেই কিনা একজন লোক কুকুর কিনছেন এক কোটি টাকায়।
সতীশ নামে ওই ব্যক্তির দাবি, ১ কোটি টাকা দিয়ে বিরল প্রজাতির কুকুরছানা কিনেছেন তিনি। তাও একটি নয়, দু’টি। সতীশ নামে ওই অভিনেতা জানিয়েছেন, দেশের প্রথম এই কুকুরের মালিক হতে চলেছেন তিনিই।
সতীশের দাবি, কোরিয়ান ডোসা মিশ্চিফ নামে ওই প্রজাতির কুকুর তিনি খুঁজছিলেন গত ২০ বছর ধরে। সম্প্রতি চীনে এক ব্যবসায়ীর কাছে ওই কুকুর আছে বলে জানতে পারেন তিনি। সেখান থেকেই বৃহস্পতিবার দু’টি কুকুরছানা পৌঁছবে বেঙ্গালুরুতে।
মূলত দক্ষিণ কোরিয়ার বাসিন্দা কোরিয়ান ডোসা মিশ্চিফের চামড়ায় রয়েছে মোটা ভাঁজ। মুখ ভোঁতা। রং হালকা বাদামি। শীতের দেশের এই দুই বাসিন্দাকে এদেশে মানিয়ে নেওয়ার সুবিধার জন্য এলাহি আয়োজনও করেছেন সতীশ। তৈরি হয়েছে এয়ারকন্ডিশনড ঘর।