নিজের পরিচয় গোপন করে গোটা বিষয়কে ধন্দে ফেলেছেন ইনি
ভাস্কর্যটি পাওয়া গেছে লেবাননের সঙ্গে সীমান্তবর্তী ইসরায়েলের আবেল বেথ মাকাহ এলাকায় গত বছর। পাঁচ সেন্টিমিটারের এই প্রস্তরমূর্তি লৌহযুগের। গবেষকদের ধন্দে পড়ার অন্যতম কারণ, মূর্তিটির চুলের ছাঁট। ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ নামা ইয়াহালোম-ম্যাক বলেন, প্রস্তরমূর্তিটি ইসরায়েলের রাজা আহাব কিংবা জিহুর, দামেস্কের রাজা ইথোবাল অথবা আরমেনীয় রাজা হাজায়েলের হতে পারে।