September 29, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali সফর

নির্জন দ্বীপে ২০ ধরে একাই থাকেন তিনি!

[kodex_post_like_buttons]

 

ক্রুসোকে মনে আছে কি ? প্রায় ২৮ বছর একটি নির্জন দ্বীপে একা বসবাস করা এক মানুষ। ইংরেজি লেখক ড্যানিয়েড ডিফো রচিত উপন্যাসে কাল্পনিক আত্মজীবনী। তবে এবার বাস্তবের রবিনসন ক্রুসোর সন্ধান মিলেছে।

এমনই একজনকে পাওয়া গেছে যিনি ২০ বছর ধরে মরুভূমিতে বাস করছেন। তবে বাধ্য হয়ে নন আনন্দেই আছেন সেখানে। কারণ তাকে সন্ত্রাসী হামলার ভয়ে থাকতে হয় না।
মরুভূমিতে বসাবাসকারী ওই ব্যক্তির নাম ডেভিড গ্লাসিন (৭৩) । প্রাক্তন এই কোটিপতি ১৯৯৭ সালের মে মাস থেকে উত্তর পূর্ব অস্ট্রেলিয়ার রেস্টোরেশন দ্বীপে বসবাস করে আসছেন। ১৯৮৭ সালে শেয়ার বাজার ধ্বসে ভাগ্যের কাছে হেরে তিনি এই সিদ্ধান্ত নেন।

সাবেক গোল্ড মাইনিং টাইকন ও ভূসম্পত্তিশালী ডেভিড একসময় অন্যতম সফল ব্যক্তি ছিলেন। তার সম্পদের পরিমান ছিল প্রায় ২৭ মিলিয়ন ডলার। আর বর্তমানে তিনি কাঠের তৈরি কুঁড়েঘরে বাস করেন। এখানে তার সঙ্গী একটি কুকুর।

ডেভিড গ্লাসিন বলেন, ‘এখানে সাপ, মাকড়সা এবং কুমির রয়েছে। তারপরেও যখন আমি বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার বিষয়ে শুনতে পাই তখন এই জায়গাটিকে তুলনামূলক নিরাপদ মনে হয়। নিরাপত্তার জন্য এই জায়গাটিকে ভালোবাসি। আপনার যতো বয়সই হোক বা বিছানায় পড়ে থাকেন না কেন এখানে আপনার হামলার ভয় নেই।’

তিনি আরও বলেন, ‘আমি এখানেই মরতে চাই। এটি আমার কাছে স্বর্গ। আমি যখন এখানে আসি তখন আমি অর্থের কারণে অসুস্থ ছিলাম। এমনকি আমার বউ ছেড়ে চলে যায়। আমি এখানে একজন সঙ্গী চাই যে আমার সাথে বসবাস করবে। অথবা একাধিক নারী যার এখানে আসতে চায় এবং বছরের একাধিকবার আসবে।’

Related Posts

Leave a Reply