ইনি-ই হতে চলেছেন বিশ্বের সবচেয়ে মূল্য-বান ক্রিকেটার
কলকাতা টাইমসঃ
বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটের আসর বসে ভারতে। যার নাম ‘আইপিএল’। কোন ক্রিকেটারের কপালে সেই আসরের সবচেয়ে দামি ক্রিকেটারের শিকে ছিড়তে চলেছে সেটাই এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। জানা যাচ্ছে, ইংল্যান্ডের এক নব্য তারকা ক্রিকেটার এই চর্চার একদম শীর্ষে রয়েছেন। বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ক্রিকেটারের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। ইয়র্কশায়ারের হয়ে ক্রিকেট খেলা এই তারকার নাম ডেভিড মালান।
দেশের হয়ে এখনও পর্যন্ত ১৯টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৮৫৫ রান করেছেন তিনি। স্ট্রাইকিং রেট ১৪৯.৪। ঝুলিতে রয়েছে ১০০টি সেঞ্চুরি এবং ৯টি হাফ-সেঞ্চুরি। স্বাভাবিকভাবেই এমন সফল মিডল-অর্ডার ব্যাটসম্যানকে দলে পেতে আগ্রহী হবে যেকোনও ফ্র্যাঞ্চাইজি। শোনা যাচ্ছে, আরসিবি, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিট্যালসের মতো দল মালানকে দলে নিতে বিশেষভাবে আগ্রহী। বিদেশি প্লেয়ারদের মধ্যে আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ (১৫.৫ কোটি) মূল্য দিতে হয়েছে প্যাট কামিন্সকে। সেই অংকও এবার ছাপিয়ে যেতে পারেন মালান।