January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

বরফের মাঝে দাঁড়িয়ে থাকা মানুষটিকে যাকে ভাবছেন তিনি কিন্তু নন !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

টা আবার কী রকম প্রশ্ন! শাহরুখ খানকে কে না চেনে! দেশ-বিদেশে যাঁর কয়েক কোটি ভক্ত। ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং সফল রোমান্টিক নায়ককে কে না চেনে? আরে শাহরুখ খানের রইস এর এই লুক তো দেশের কয়েক লাখ যুবকের মধ্য বেশ জনপ্রিয় হয়েছিল! মুখে খোঁচা খোঁচা দাড়ি। চোখে অ্যাভিয়েটর সানগ্লাস। রইস এর পর ডিয়ার জিন্দেগি ছবিতেও এই একই রকম লুক এ দেখা গিয়েছিল বলিউড বাদশাকে। কিন্তু এমন একটা প্রশ্ন হঠাৎ করার কারণ কী?

কারণ আছে। একটু ভালো করে দেখুন তো! একঝলকে দেখলে মনে হবে যেন ছবিটি শাহরুখ খানেরই। কিন্তু আসলে ইনি বলিউড বাদশা নন, তাঁর হামশকল। নাম, হায়দার মকবুল। হায়দারের এই ছবি আপাতত ভাইরাল সোশাল মিডিয়ায়। শ্রীনগরের বাসিন্দা ২২ বছরের হায়দার মকবুল এখন নতুন ইন্টারনেট সেনসেশন।

হিন্দুস্তান টাইমস এ প্রকাশিত খবর অনুযায়ী, হায়দার শুধু দেখতেই শাহরুখের মতো তা নয়। তিনি নিজেকে বলিউড বাদশার একজন বড় ফ্যান বলেই দাবি করেন। শাহরুখের যেকোনো নতুন ছবি মুক্তি পেলেই সে ছবিতে তাঁর লুক, পোশাক, বিশেষ কোনো ভঙ্গি তিনি নকল করেন।

এমনকী, সম্প্রতি শাহরুখের সংলাপ নিজে বলে সেটির ভিডিও ফেসবুকে শেয়ারও করেছেন তিনি। তবে হ্যাঁ, ফ্যান ছবির গৌরবের মতো নিজের স্বপ্নের নায়ককে তাড়া করে বেড়ান না তিনি। কখনো পিছুও নেওয়ার কথা ভাবেননি। এই কাশ্মীরী যুবক মনে করেন, বলিউড বাদশার সৌজন্যেই সোশাল মিডিয়ায় আজ তাঁর কদর বেড়েছে। হায়দার জানান, শাহরুখের মতো দেখতে বলে ইদানীং ফেসবুকেও তাঁর ফলোয়ারের সংখ্যা বাড়ছে। শাহরুখ খানের সঙ্গে দেখা করাটা তাঁর অনেক দিনের স্বপ্ন। তাঁর ভাগ্য কবে তাঁর কাছে সেই স্বপ্ন পূরণের সুযোগ এনে দেয়, আপাতত তারই অপেক্ষায় রয়েছেন হায়দার মকবুল।

Related Posts

Leave a Reply