৪০ বছর না ঘুমিয়েই রহস্যময় মানব তিনি !
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
পৃথিবীতে কত রকম অদ্ভুত ঘটনাই না ঘটে থাকে ! তেমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ইতিহাসের পাতায় নাম লিখে গেছেন পল কেরন নামে এক হাঙ্গেরিয়ান সৈনিক। যিনি সম্পূর্ণ না ঘুমিয়েই বেঁচে ছিলেন অনেক বছর ।
প্রথম বিশ্বযুদ্ধে হাঙ্গেরিয়ার সাহসী সৈনিকদের মধ্যে একজন ছিলেন পল কেরন। তবে যুদ্ধচলাকালীন সময় দুর্ঘটনাবশত মাথায় বন্দুকের গুলি লাগে তার । সরাসরি মস্তিষ্কের ফ্রন্টাল লোবে আঘাত পান তিনি ।
যা পরবর্তীতে তাকে ঘুমহীন মানব বানিয়ে ফেলে । তবে একদিন দু’দিন নয়, বহু বছর না ঘুমিয়েই বেঁচে ছিলেন তিনি!
হয়তো ভাগ্যের পরিপোষণে বন্দুকের গুলিতে মৃত্যুপথযাত্রী পল কেরন একসময় সুস্থ হয়ে উঠলেন, কিন্তু পরবর্তীতে তিনি সুস্থ হয়ে উঠলেও বিধাতার নির্মম পরিহাসে তিনি আর কখনোই ঘুমাতে পারেননি, কখনো না!
তবে আপনি শুনলে অবাক হবেন যে, তিনি না ঘুমিয়ে শুধুমাত্র ১ বছর না রীতিমত দীর্ঘ ৪০ বছর সুস্থ দেহেই বেঁচে ছিলেন !
তিনি ঘুমানোর বদলে শুধুমাত্র শুয়ে চোখ বন্ধ করে রেস্ট নিতেন । সেডাটিভ, ড্রাগ কোনকিছুই তাকে ঘুম পাড়াতে পারতো না…!
এটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এমনই একটি অদ্ভুত সত্য ঘটনার সাক্ষী হয়ে আছেন পল কেরন !
এমনকি আধুনিক বিশ্বেও তার এই বিষয়টি এখনো শরীর বিজ্ঞান তথা মেডিকেল হিস্টোরিতে রহস্য হয়ে আছে । পল কেরনের এই ঘটনা যদিও একসময় ইতিহাসে হারিয়ে গিয়েছিল,
কিন্তু পরে এই ঘটনাটি মানুষের কাছে পুনরায় পরিচিত হয়ে উঠে ‘The Dime’ নামক একটি ইন্ডি ব্যান্ডের গাওয়া ‘Paul Kern can’t sleep’ নামক একটি গানের মাধ্যমে!!
প্রথম বিশ্বযুদ্ধে হাঙ্গেরিয়ার সাহসী সৈনিকদের মধ্যে একজন ছিলেন পল কেরন। তবে যুদ্ধচলাকালীন সময় দুর্ঘটনাবশত মাথায় বন্দুকের গুলি লাগে তার । সরাসরি মস্তিষ্কের ফ্রন্টাল লোবে আঘাত পান তিনি ।
যা পরবর্তীতে তাকে ঘুমহীন মানব বানিয়ে ফেলে । তবে একদিন দু’দিন নয়, বহু বছর না ঘুমিয়েই বেঁচে ছিলেন তিনি!
হয়তো ভাগ্যের পরিপোষণে বন্দুকের গুলিতে মৃত্যুপথযাত্রী পল কেরন একসময় সুস্থ হয়ে উঠলেন, কিন্তু পরবর্তীতে তিনি সুস্থ হয়ে উঠলেও বিধাতার নির্মম পরিহাসে তিনি আর কখনোই ঘুমাতে পারেননি, কখনো না!
তবে আপনি শুনলে অবাক হবেন যে, তিনি না ঘুমিয়ে শুধুমাত্র ১ বছর না রীতিমত দীর্ঘ ৪০ বছর সুস্থ দেহেই বেঁচে ছিলেন !
তিনি ঘুমানোর বদলে শুধুমাত্র শুয়ে চোখ বন্ধ করে রেস্ট নিতেন । সেডাটিভ, ড্রাগ কোনকিছুই তাকে ঘুম পাড়াতে পারতো না…!
এটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এমনই একটি অদ্ভুত সত্য ঘটনার সাক্ষী হয়ে আছেন পল কেরন !
এমনকি আধুনিক বিশ্বেও তার এই বিষয়টি এখনো শরীর বিজ্ঞান তথা মেডিকেল হিস্টোরিতে রহস্য হয়ে আছে । পল কেরনের এই ঘটনা যদিও একসময় ইতিহাসে হারিয়ে গিয়েছিল,
কিন্তু পরে এই ঘটনাটি মানুষের কাছে পুনরায় পরিচিত হয়ে উঠে ‘The Dime’ নামক একটি ইন্ডি ব্যান্ডের গাওয়া ‘Paul Kern can’t sleep’ নামক একটি গানের মাধ্যমে!!