কয়েনে থুতু মেখে দিয়ে বললেন, করোনাভাইরাস দিলাম!
সামাজিক দূরত্ব মেনে চলার জন্য বলা হলে ওই ব্যক্তি ম্যাথু ভেগাকে বলেন, কেন মেনে চলতে হবে? আপনি কি পুলিশ? আপনাকে কে বলেছে আমার চলাফেরার ওপর নিয়ন্ত্রণ করতে। আমি আপনার পাশে দাঁড়াচ্ছি এবং আপনাকেও করোনাভাইরাস দিচ্ছি।
এরপর মূল্য পরিশোধ করার জন্য যখন কয়েন দিতে যায় তখন ওই ব্যক্তি কয়েনের ওপর থুতু মেখে ম্যাথুকে দেয়। সেই সঙ্গে বলে ওঠে, আপনাকে করোনা দিলাম। আমি আশা করি আপনি করোনাভাইরাস পেয়ে গেছেন। ম্যাথু বলেন, তার এই ধরনের কাজে আমি বিরক্ত হয়েছিলাম। অবাকও হয়েছিলাম। এই ধরনের কাজে আপনিও অস্বস্তি বোধ করবেন। একই সঙ্গে থুতুর সাথে শারীরিকভাবে ভয় দেখছেন । এটা কেবলই হয়রানি।
কয়েন দিয়ে চলে যাওয়ার পর ম্যাথু তার বসকে বিয়ষটি জানান। সেই সঙ্গে পুলিশকে জানানোর জন্য বলেন। অন্টারিওর টরেন্টো পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত করছে ইয়র্কের আঞ্চলিক জেলা পুলিশ।