৩০ হাজার ভোল্টের শক খেয়ে ১০০ ফুট উচ্চতা থেকে পড়েও দিব্যি বেঁচে ইনি
কলকাতা টাইমস :
৩০ হাজার ভোল্টের কারেন্ট শক খাওয়ার পর বেঁচে গেলো আফ্রিকান এই ব্যক্তি। কারেন্ট শক খাওয়ার পর ১০০ ফুট উচ্চতা থেকে মাটিতেও পড়ে যায় কিন্তু আশ্চর্যজনক ভাবে মানুষটি জীবিতই ছিল।
সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে বিদ্যুতের একটি বিশাল টাওয়ারের ওপর হঠাত্ আকস্মিক লাইট জ্বলে ওঠে এবং তার কিছুক্ষণ পরেই ব্যাক্তিটি মাটিতে পড়ে যায়। এই আকস্মির লাইটের সাথে দুটি শক্তিশালী বিস্ফোরণও হয়। এর পর যে ঘটনাটি হয় তা খুব বিস্ময়কর।
কেউ বিশ্বাস করছিল না যে ব্যক্তিটি প্রাণে বেঁচে যাবে। কিন্তু পরক্ষণেই দেখা যায় যে সে জীবিত থাকার সাথে ঠিকঠাক ভাবে হাঁটাচলাও করছিল। বৈদ্যুতিক শকের কারণে তার চামড়া পুড়ে গিয়েছিল। কিন্তু তার একটাও হাড় ভাঙেনি।
এই ভিডিওটির সঠিক স্থান এখনও জানা যায়নি। যদি এই ভিডিওটি সত্য হয় তাহলে এটা প্রকৃতির চমত্কারই বলা যেতে পারে।