January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

ঘন ঘন লিপ বাম, কী ক্ষতি করছেন জানেন?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

শীত-গ্রীষ্মর কোনও ব্যাপার নয়। সারাবছরই ব্যাগের পকেটে লিপ বাম রাখেন মেয়েরা। কিন্তু জানেন কী এই লিপ বাম কতটা ক্ষতি করছে আপনার ঠোঁটের! পড়ুন প্রতিবেদনটি। আর সতর্ক হন আজ থেকেই…

বাজারে গিয়ে পছন্দের ফ্লেভারের লিপ বাম তো কেনেন। কিন্তু এই ফ্লেভার কোথা থেকে আসছে, তা কখনও ভেবে দেখেছেন! সুগন্ধ আনতে ব্যবহার করা হয় বিভিন্ন রাসায়নিক। যতবার লিপ বাম ব্যবহার করছেন, ততবারই কিন্তু তা আপনার ঠোঁটের ক্ষতি করছে।

এমন অনেক লিপ বাম আছে যেগুলি আপনি আঙুলের মাধ্যমে ঠোঁটে লাগাতে হয়। সেক্ষেত্রে ঘন ঘন ঠোঁটে আঙুল ছোঁয়ানোর ফলে সংক্রমণ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কারণ, বামের সঙ্গে আঙুলে লেগে থাকা জীবানুও আপনার ঠোঁটে লাগছে।

সমীক্ষা বলছে, যেসব লিপ বামে মেন্থলের সুবাস থাকে তা আরও বেশি ক্ষতিকর। বেশি ব্যবহারের ফলে ঠোঁট ভাল থাকার বদলে ফাটার সম্ভাবনা থাকে। হতে পারে চুলকানিও।
তাই বাজারের রংচঙে, সুন্দর গন্ধযুক্ত লিপ বাম ব্যবহার করার থেকে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা অনেক ভাল।

Related Posts

Leave a Reply