করোনার টিকা পাওয়ার আনন্দে ফুটপাথেই উদ্যাম নাচ সাস্থকর্মীদের
কলকাতা টাইমসঃ
করোনার টিকা পাওয়ার আনন্দে ফুটপাথেই উদ্যাম নাচ সাস্থকর্মীদের। বোস্টন শহরের রাস্তায় দেখা গেলো এই ঘটনা। স্বাস্থকেন্দ্রের সুপার নিজেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের উৎসাহ দিয়েছেন। সম্প্রতি ফাইজার-বায়োএনটেকের তৈরী করোনা ভ্যাকসিন সাধারণের মধ্যে প্রয়োগের অনুমোদন দেয় আমেরিকা। গত সোমবার থেকেই শুরু হয় টিকা প্রদানের কাজ।
বোস্টন মেডিকেল সেন্টারের কর্মীরা টিকাপ্রদানের খবর পাওয়ার পরই ফুটপাথেই উদ্যাম নাচে মেতে ওঠেন।করোনা বিধি মেনে, মুখে মাস্ক আর সামাজিক দূরত্ব মেনেই তারা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। তাদের চোখে মুখে ছিলো মুক্তির অনন্য আনন্দ। ভিডিওটি আপাতত ভাইরাল।