চিকেন ফিলে শুনেই উঠে বসলেন কোমায় থাকা রোগী
কলকাতা টাইমস :
এনাকে কি বলা যায় বলুন তো? বলা হয় যারা নাকি খেতে খুব ভালোবাসেন তারা স্বপ্নেও শুধু খাবারই দেখেন। কিন্তু তাই বলে কোমা থেকে উঠে বসা !
ভাইয়ের মুখে প্রিয় খাবারের নাম শুনে উঠে বসলেন কোমায় থাকা রোগী! শুনতে অবাক হলেও এমনটাই ঘটেছে তাইওয়ানে। প্রিয় চিকেন ফিলের নাম শুনে জ্ঞান ফিরেছে ৬২ দিন ধরে কোমায় থাকা ১৮ বছর বয়সী এক যুবকের।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি একটি স্কুটার দুর্ঘটনায় গুরুতর আহত হন চিউ নামে ১৮ বছর বয়সী ওই যুবক। শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। ডানদিকের কিডনি, লিভারসহ একাধিক জায়গায় গুরুতর চোট ছিল। এরপর তাকে ভর্তি করা হয় সিনচু কাউন্টির একটি হাসপাতালে। সেখানেই একাধিক অস্ত্রোপচার করা হয় তার। সবকিছু ঠিকঠাক হলেও কোমায় চলে যান চিউ। এরপর ৬২ দিন ধরে কোমাতেই ছিলেন তিনি। মাঝে আরও ছয়টি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার করা হয়। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।
তবে ঘটনার দিন অনেকটা মজা করেই চিউয়ের ভাই তার সামনে বলেন, ‘আমি তোমার প্রিয় চিকেন ফিলে খেতে যাচ্ছি।’ এর পরই ঘটে যায় আশ্চর্য ঘটনাটি। জ্ঞান ফিরে আসতে থাকে চিউয়ের। স্বাভাবিক হতে থাকে হৃদস্পন্দন। চিউয়ের পছন্দের খাবারের নামটাই কাজ করতে থাকে ম্যাজিকের মতো। চিকিৎসকরাও অবাক হয়ে যান। বর্তমানে পুরোপুরি সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছেন চিউ।
পরে হাসপাতালে ফিরে এসে ধন্যবাদ জানাতে সেখানকার কর্মী-কর্মকর্তা ও চিকিৎসকদের কেকও খাইয়েছেন। এবার হয়তো চিকেন ফিলের স্বাদ নেবেন প্রায় মাস দুই পর।