আশ্বিনে বর্ষার রুদ্ররূপে ভাসবে পুজোর বাংলা
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
বাংলায় পুজোর বাদ্দি বাজছে। কিন্তু বাংলার মুখ গোমড়া। আশ্বিনে যদি বর্ষার অঝোর ধারা নাম তাহলে কার না মন খারাপ হবে? যদিও পুজোয় যে এবার বৃষ্টি হবেই , তা আগে থেকেই জাানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু প্রশ্ন এখন একটাই, যে পুরো পুজোটাই কি ধুয়ে যাবে বৃষ্টিতে নাকি …
আবহাওয়া দফতর অনুযায়ী বঙ্গোপোসাগরের উপর তৈরি হওয়া দক্ষিণ পশ্চিম ঝঞ্ঝার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি । উত্তর পূর্বের বিভিন্ন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। শুক্র থেকে রবিবার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকবে। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
আবহাওয়া দফতর অনুযায়ী বঙ্গোপোসাগরের উপর তৈরি হওয়া দক্ষিণ পশ্চিম ঝঞ্ঝার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি । উত্তর পূর্বের বিভিন্ন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। শুক্র থেকে রবিবার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকবে। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
কলকাতায় বৃষ্টিপাতের পাশাপাশি পূর্ব মেদিনীপুর, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা।