January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

কয়েকশো বালতি কিনে মুখ্যমন্ত্রীর বাড়ি,অফিস থেকে জল সরাচ্ছে এই রাজ্য  

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
বৃষ্টি তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করেছে দিল্লি-সহ গোটা উত্তর ভারতে। কদিন ধরেই অঝোরে বৃষ্টিতে খারাপ অবস্থা দিল্লির। এর মাঝেই লখনউয়ে রৌদ্র রূপ দেখতে শুরু করেছে বৃষ্টি । অবস্থা এমন যে, শহরের সিংহভাগ এলাকা জলমগ্ন। জনজীবন একপ্রকার স্তব্ধ হয়ে পডেছে। জলের তলায় ট্রেন লাইন ডুবে যাওয়ায় ট্রেন চলাচল বিপর্যস্ত। বহু ট্রেন বাতিল করতে হয়েছে। লোকাল ট্রেনও বন্ধ।
গোমতী নদীর গিয়েছে একদম লখনউ শহর ছুঁয়ে। বর্ষায় নদীর জলের প্রবাহ থেকে শহরকে রক্ষা করতে উঁচু বাঁধ দেওয়া আছে। ফলে সরাসরি শহরের জমা জল নদীতে যেতে সমস্যা হয়। সেই কারণে রাজভবন, বিধানসভা, সচিবালয় এবং মুখ্যমন্ত্রীর সরকারি বাড়ি তৈরির সময় সংশ্লিষ্ট এলাকা মাটি ফেলে উঁচু করে নেওয়া হয়। তবে তাতে এবারের বৃষ্টিকে থামাতে পারে নি। ক’দিনের টানা বৃষ্টিতে উঁচু এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলি প্রায় জলে অর্ধেক ডুবে।  অবস্থা এমন দাঁড়িয়েছে যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার দুপুরে বিধানসভার যে গেট দিয়ে ঢুকেছিলেন বেরনোর সময় দেখা যায় সেটি কোমর সমান জলের তলায় ডুবে আছে। বিধানসভার সাতটি গেটের একটি এখন গাডি চলাচলের উপযোগী। সেই গেট দিয়ে মুখ্যমন্ত্রীকে বের করা হয়।
সমস্যা দেখা দেয় ৫ নম্বর কালীদাস মার্গে মুখ্যমন্ত্রীর বাসভবনেও। মুখ্যমন্ত্রী আবাসের গেট, উঠোন জুড়ে জল। অদূরে রাজ্য সচিবালয়ও জলের তলায়। জল জমে আছে বিধানসভার সচিবালয়েও।
জরুরি ভিত্তিতে সরকার কয়েক শো বালতি কিনেছে। বালতিতে ভরে ভরে অফিস-ঘরের জমা জল সরানোর কাজ শুরু হয়েছে। অনেকেই বলছেন, লখনউতে এমন বৃষ্টিপাতের নজির কমই আছে। তবে শহরের নিকাশি ব্যবস্থা নিয়েও প্রশ্ন  উঠেছে।

Related Posts

Leave a Reply