February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

হেভিওয়েট মেসিকে থামিয়ে দিলাম, হ্যারি কেন তো শিশু! -দালিচ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে মাঠে নামার আগে হুঙ্কার দিয়ে রাখলেন ক্রোয়েশিয়ান কোচ জলাতকো দালিচ। চলতি বিশ্বকাপে তার দল ক্রোয়েশিয়ার মতোই দুরন্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড। ছয় গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষস্থানে রয়েছেন ব্রিটিশ অধিনায়ক হ্যারি কেন। সেই কেনকে নিয়েই এবার তাচ্ছিল্যের সুরে মন্তব্য করলেন মদ্রিচদের হেডস্যার।

দালিচ বলেন, ‘গ্রুপ পর্বে হেভিওয়েট মেসিকে থামিয়ে দিলাম, কেন তো শিশু!’ সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা ইংল্যান্ডকে ভয় পাচ্ছি না।’ পাশাপাশি এই ব্রিটিশ অধিনায়ককে থামানোই ক্রোয়েশিয়ানদের কাছে সবচেয়ে বোরো চ্যালেঞ্জ। হ্যারি কেন ছাড়াও রহিম স্টারলিংকে বিপদজনক বলে মনে করছেন ক্রোট কোচ। তবে প্রতিপক্ষের শক্তি নিয়ে বেশি মাথা ঘামাতে চান না রাকিতিচদের হেডস্যার। বরং চলতি বিশ্বকাপে মদ্রিচদের পারফর্মেন্সের ওপর আস্থা রাখতে চান তিনি।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজেয় রয়েছে ইউরোপের এই দেশ। নকআউট পর্বে আবার দু’টি ম্যাচেই পেনাল্টিতে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। তাই ইংল্যান্ড খাতায় কলমে এগিয়ে থাকলেও তাদের থামানো সম্ভব বলেই মত দালিচের।

 

Related Posts

Leave a Reply