রক্ত ঝরা শরীর দেখার উল্লাসে মহিলাদের পোশাকে ব্লেড চালানোই তার নেশা
কলকাতা টাইমস :
নারী শরীর আর রক্ত দেখে পৈশাচিক আনন্দ পান, তাই পথ চলতি মহিলার শরীরে অনায়াসে ব্লেড চালিয়ে তাকিয়ে থাকতেন ছেড়া বস্ত্রের ভেতর থেকে উঁকি দেওয়া শরীর ও রক্তের দিকে। সেই বিকৃতকাম ব্যক্তির লালসার শিকার শ্রীরামপুরের দুই মহিলা । শ্রীরামপুর স্টেশনে নিত্যযাত্রীর ভিড়ে বিকৃতকাম ওই ব্যক্তি দুই মহিলার লেগিংসে ব্লেড চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তরুণীদের চিৎকারে শ্রীরামপুর স্টেশনে কর্মরত রেল পুলিশের কর্মকর্তারা ধাওয়া করে ওই ব্যক্তিকে ধরে ফেলে।
পরে জিআরপির জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের বিকৃতকামের কথা স্বীকার করে নেন। শেওড়াফুলি জিআরপি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রেল পুলিশ বলছে, ওই যুবকের নাম সমীর জানা। বাড়ি হুগলির চুঁচুড়ায়। পুলিশি জিজ্ঞাসাবাদে সমীর জানিয়েছেন, এর আগেও এ ধরনের বিকৃত কামনার বশবর্তী হয়ে ভিড়ের মাঝে মহিলাদের অসতর্ক মূহুর্তে ব্লেড দিয়ে আক্রমণ চালিয়েছেন। বিশেষ করে মহিলাদের লেগিংসের ওপর ব্লেড চালান সমীর। আর নারীদের শরীরের রক্ত দেখে উল্লাসে ফেটে পড়েন সমীর। ওই ব্যক্তির কীর্তি দেখে রীতি মতো বিস্মিত রেল পুলিশের কর্মকর্তারা।