January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

আজ নারী কাল পুরুষ তিনি, প্রতি ২৪ ঘণ্টা অন্তর বদলায় তার লিঙ্গ পরিচয়! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মরা সাধারনত আমাদের পরিচয় কোনো নাটক বা কোনও বিশেষ মুহুর্তেই বদল করে থাকি। কিন্তু এটি যদি নিজে নিজে লিঙ্গ পরিবর্তন হতে থাকে তাহলে? কিভাবে নেবেন একে ? যদিও সেটাকে বিরল ঘটনা বলেই ধরা হয়। কিন্তু এমনও এক ব্যক্তি রয়েছে যার পরিচয় প্রতি ২৪ ঘণ্টায় বদলে যায়।

খবর অনুযায়ী, এক ব্যক্তি এমনও আছেন যিনি সকালে উঠে স্থির করেন যে আজকের দিনে তার নারীদের মতো অনুভাব হচ্ছে নাকি পুরুষের মতো। ওই দিন সকালে তার যেমন অনুভাব হয় সেই দিনে তিনি তেমনই হয়ে যান। এই ব্যক্তির নাম রেয়ান ইউগলি। ইংল্যান্ডের মেডস্টোনের ২২ বছরের রেয়ান উভলিঙ্গ ব্যক্তি।

যারা নারী বা পুরুষ হওয়া সত্ত্বেও যাদের অন্দরে নারী ও পুরুষের উভয়ের বাস তারাই সাধারনত উভলিঙ্গ হয়ে থাকেন। এদের কিছু স্বভাব ও পছন্দ নারীদের মত আবার বাকিটা পুরুষের মতো হয়।
রেয়ান তার নারী রূপের নাম দিয়েছে রিয়া। তার যেদিন নারীদের মত অনুভব হয় সেদিন তার সাজপোষাক, চলন, কথার ধরণ সবই মেয়েদের মতই হয়। আবার যেদিন পুরুষের মত অনুভব করে সেদিন যে কোনও সাধারন পুরুষের মতই সে ঘুরে বেড়ায়৷।

রেয়ান জানিয়েছে, তার মহিলার রূপের কারণে যে মেয়েরা তার সঙ্গে সম্পর্ক গড়েছিল তারা তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু বর্তমানে নিজের আসল ভালবাসা খুঁজে পেয়েছে রেয়ান। রেয়ানের বর্তমান প্রেমিকা কিস্টাল গ্রিগস জানিয়েছেন, রেয়ানের রূপ পরিবর্তন নিয়ে সে একেবারেই চিন্তিত নয়। কিস্টাল রেয়ানের সঙ্গে পছন্দ করে ও রেয়ানের সঙ্গেই থাকতে চায়।

Related Posts

Leave a Reply