January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এক-দুই নয় এখানে দিনে তিনবার সূর্যাস্ত-সূর্যোদয়!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

পৃথিবী থেকে ৩৪০ আলোকবর্ষ দূরে এক আশ্চর্য গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যেখানে একই আকাশে তিনটি সূর্য। একটি ডুবলেই আর একটির উদয় হয়। নতুন এই গ্রহটির নাম এইচডি ১৩১৩৯৯এবি।

নতুন আবিষ্কৃত এই গ্রহটি বৃহস্পতির তুলনায় প্রায় চার গুণ বড়। ওজনেও বৃহস্পতির চার গুণ বেশি। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের যে গবেষক-দলটি এই গ্রহ আবিষ্কার করেছে, তাদের দাবি অনুযায়ী, এই গ্রহটির আকাশে তিনটি সূর্য রয়েছে। তিনটি সূর্য বা উজ্জ্বল তারার মধ্যে একটির আকার তুলনামূলকভাবে বড়। আর তার পিছনে গায়ে গায়ে আরও দুটি উজ্জ্বল তারা রয়েছে। এদের মধ্যে বড় তারাটিকেই গ্রহটি প্রদক্ষিণ করে। গ্রহটির কক্ষপথও অনেক দীর্ঘ এবং প্রশস্ত। সবচেয়ে বড় তারাটিকে অর্ধেক প্রদক্ষিণ করতেই গ্রহটির প্রায় সাড়ে পাঁচশো বছর সময় লাগে। এই সময়েই এই গ্রহের আকাশে একসঙ্গে তিনটি সূর্য দেখা যায়।

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই গ্রহতে একটি ঋতু একশো বছরের বেশি সময় ধরে স্থায়ী হয়। আবার গ্রহটি নিজের কক্ষপথে প্রদক্ষিণ করার সময়ে বড় তারাটির থেকে ছোট তারা দু’টি ক্রমাগত দূরে সরতে থাকে।

Related Posts

Leave a Reply