এখানে সিঙ্গারা তো ওখানে চুইংগাম, যে দেশে যা নিষিদ্ধ
কলকাতা টাইমস :
আমাদের বন্ধু বা পরিচিত জনদের মাঝে অনেক খাদ্য প্রিয় লোক রয়েছেন। যারা কিনা খেতে বসলে অনেক সময় পকেটের কথাই খেয়ালই থাকেনা। ভাজাপোড়া পেলেতো আর কোনো কথাই নেই। কিন্তু আপনি জানেন কি আমাদের দেশে আমরা যেসব খাবার খুব মজা করে খাই, সেসব খাবর অন্যদেশে নিশিদ্ধ! তাহলে এবার জেনে নেয়া যাক কোন দেশে কোন খাবর নিষিদ্ধ।
২০১১-থেকে ফ্রান্সের স্কুল ও কলেজে নিষিদ্ধ হয়েছে টম্যাটো ক্যাচআপ।
২০১১ থেকে সোমালিয়ায় নিষিদ্ধ সিঙ্গাড়া।
ইউরোপের বিভিন্ন দেশ ও জাপানে নিষিদ্ধ মাউন্টেন ডিউ।
চুইংগাম নিষিদ্ধ সিঙ্গাপুরে।
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও রাশিয়ায় নিষিদ্ধ স্যামন মাছ।
১৯৮৩ থেকে আমেরিকায় নিষিদ্ধ কিন্ডার সারপ্রাইস এগ।
হেগিস নামে এক প্রকাশ মাংস দিয়ে প্রস্তুত খাদ্য ১৯৭১ থেকে নিষিদ্ধ আমেরিকায়।
উল্লেখ্য : তথ্যগুলি নেওয়া হয়েছে ‘অসাধারণ জ্ঞান’ বইটি থেকে।