চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে ইতি টানলো ‘হিরো’
কলকাতা টাইমসঃ
চীনের সঙ্গে যাবতীয় ব্যবসায়িক সম্পর্কে ইতি টানলো ভারতীয় সাইকেল প্রস্তুতকারী সংস্থা ‘হিরো’। গালওয়ান সীমান্তেচীনা আগ্রাসনের প্রতিবাদে দেশের পশে দাঁড়িয়ে চীন পনি বয়কটের পথে হাঁটলো তারা। জানা যাচ্ছে, চান থেকে আমদানিকৃত প্রায় ৯০০ কোটি টাকার বরাত বাতিল করে দিয়েছে হিরো গোষ্ঠী।
সংস্থার কর্ণধার পঙ্কজ মুঞ্জল সাফ জানিয়ে দিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে কোনও চীনা সংস্থার সঙ্গে কাজ করতে চান না তারা। তিনি বলেন, ‘চীনের সঙ্গে ৯০০ কোটি টাকার চুক্তি বাতিল করলেও তাদের ব্যবসায় কোনো প্রভাব পড়বে না। আগামী দিনে ব্যবসা বাড়াতে হিরো বিদেশের বাজারেও পা রাখার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন তিনি।