November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

‘হিচকি’ নিয়ে রাশিয়ায় পাড়ি দেবেন রানি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাহবা কুড়োনোর পর এবার রাশিয়াতে মুক্তি পেতে যাচ্ছে রানি মুখার্জির ছবি ‘হিচকি’। সাংহাই ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের ‘হিচকি’ ছবিটি এতটাই পছন্দ হয় যে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান। এবার রাশিয়ায় মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে ছবিটি।
জানা গেছে, আগামী ৬ সেপ্টেম্বর শিক্ষক দিবসের ঠিক একদিন পর সেদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা ইতিমধ্যেই ছবিটি রুশ ভাষায় ডাবিং করিয়ে ফেলেছেন। প্রসঙ্গত ‘হিচকি’ ছবিটিতে শিক্ষক সমাজের প্রতি, ছাত্র-ছাত্রীদের প্রতি যে বার্তা দেওয়া হয়েছে, তা ইতোমধ্যেই সকলের মন ছুঁয়ে গেছে।

এই ছবিতে শিক্ষিকা নয়না মাথুরের চরিত্রে দেখা গেছে রানি মুখোপাধ্যায়কে। যিনি কিনা ছোটো থেকেই টরেট সিন্ড্রোমে আক্রান্ত। কিন্তু সে কীভাবে তাঁর প্রফেসরের কথাতে উদ্বুদ্ধ হয়ে জন্মগত সমস্যা কাটিয়ে শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখে এবং হাজারো বাধা পার করে শিক্ষিকা হয়ে ওঠে সেটাই এই ফিল্ম তুলে ধরা হয়েছে। গত ২৩ মর্চ এদেশে মুক্তি পেয়েছিল ছবিটি। মা হওয়ার পর পর্দায় ফিরে এসে ফের একবার দর্শকদের মুগ্ধ করেছিলেন একসময়ের বলিউডের ১ নম্বর অভিনেত্রী। এদিকে ‘হিচকি’র জন্যই এবছর মেলবোর্নের আয়োজিত ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীদের তালিকায় মনোনিত হয়েছে রানির নাম।

ব্র্যাড কোহেনের লেখা আত্মজীবনী ”ফ্রন্ট অফ দ্যা ক্লাস :হাউ টরেট সিন্ড্রোম মেড মি দ্যা টিচার আই নেভার হ্যাড” অবলম্বনে লেখা হয়েছে রানির ‘হিচকি’র চিত্রনাট্য। যে ছবিতে উঠে এসেছে অসুস্থতা কাটিয়ে এক যুবতীর শিক্ষিকা হয়ে ওঠার কাহিনি। ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষিকার সম্পর্ক।

Related Posts

Leave a Reply