ভারতের বাজারে এলো হাই স্পিড ই-স্কুটার ‘আম্পায়ার জিল’
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমসঃ
অত্যাধুনিক ই-স্কুটার বাজারে আনলো ভারতীয় ইঞ্জিনিয়ারিং কম্পানি ‘গ্রিভস্ কটন’-এর ই-মোবিলিটি শাখা ‘আম্পায়ার’। ই-স্কুটারটির নাম দেওয়া হয়েছে ‘আম্পায়ার জিল’। মূল্য ৮৭ হাজার ৮৬২ টাকা। তবে এটি কেন্দ্রীয় সরকারের ‘ফেম ২’ প্রকল্পের আওতায় হওয়ায় এই স্কুটার কেনার সময় মিলবে ১৮ হাজার টাকার ভর্তুকি। যা আপনার হয়ে দেবে সরকার।
প্রস্তুতকারী সংস্থার দাবি, এই ই-স্কুটারটির গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার। অন্যান্য ই-স্কুটারের তুলনায় যা অনেকটাই বেশি। একবার চার্জ দিলেই এই স্কুটার চলবে প্রায় ৭৫ কিলোমিটার। আপাতত গ্রিভস কটনের বিভিন্ন শোরুমে এই ই-স্কুটার পাওয়া যাবে। সঙ্গে থাকছে তিন বছরের ওয়ারেন্টি। আকর্ষণীয় বডি গ্রাফিক্স, এলইডি লাইট, ডুয়েল স্পিড মোড, শক্তিশালী অ্যাক্সিলারেটর এবং অ্যান্টি থেফট অ্যালার্ম এই ই-স্কুটারটিকে অভিনব করে তুলেছে বলে আম্পায়ারের দাবি।