স্পিলবার্গের টেলি সিরিজে এবার প্রযোজকের ভূমিকায় হিলারি ক্লিনটন!
কলকাতা টাইমসঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে ব্যর্থ হয়েছেন। এবার তিনি যাত্রা শুরু করছেন ভিন্ন জগতে। সম্প্রতি প্রযোজক হিসেবে নাম লেখালেন হিলারি ক্লিনটন। তার সঙ্গে রয়েছেন গুণী নির্মাতা স্টিভেন স্পিলবার্গও। হলিউডের নতুন একটি টিভি সিরিজে প্রযোজক হিসেবে দেখা যাবে তাকে।
এলেইন ওয়েসের, ‘দ্য ওম্যান’স আওয়ার: দ্য গ্রেট ফাইট টু উইন দ্য ভোট’ বইয়ের গল্প অবলম্বনে তৈরি হতে চলেছে টিভি সিরিজটি। যা পরিচালনা করবেন বিশ্ববিখ্যাত চিত্রপরিচালক স্টিফেন স্পিলবার্গ। সিরিজটির প্রযোজক হওয়ার বিষয়ে হিলারি বলেন, ‘ওয়েসের অবিস্মরণীয় বইটি আমাদের সেই সমস্ত নেত্রীর কথা স্মরণ করিয়ে দেয় যারা প্রবল আর্থিক, সামাজিক, রাজনৈতিক ও বর্ণবিদ্বেষী বাঁধার মুখেও তাদের লড়াই, সংগ্রাম চালিয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত মহিলাদের ভোটাধিকার আদায় করেই ছেড়েছিলেন তারা’। হিলারি আরও জানান, ওয়েস এবং স্পিলবার্গের সঙ্গে কাজ করতে পেরে তিনি খুব উত্তেজিত এবং এই সিরিজটি সমগ্র বিশ্বের মহিলাদের অনুপ্রাণিত করবে বলে ধারণা পোষণ করেন তিনি।