January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

রক্তের থেকে বেশি দামি ইলিশ! তাই …

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

স্লোগান ছিল, ‘প্রলোভন নয়, স্বেচ্ছায় হোক রক্তদান’। কিন্তু, এখানে যা হল তাতে স্লোগান হওয়া উচিত ছিল ‘রক্ত দিন ইলিশ নিন’।  কেননা এক ব্যাগ রক্তের বিনিময়ে রক্তদাতাদের দেওয়া হলো এক কেজি ওজনের ইলিশ মাছ ও ইনডাকশন ওভেন।

পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার কলেজ স্ট্রিটের কাছে এই রক্তদান শিবিরের এই ঘটনায় অবাক সকলেই। কর্মসূচির শুরুতে হাল্কা ভিড় থাকলেও কিছুক্ষণের মধ্যই প্রচার হয়ে যায়, রক্ত দিলেই পাওয়া যাচ্ছে এক কেজির ইলিশসহ অন্যান্য উপহার। এরপর রক্তদাতাদের ভিড় বাড়তেই থাকে।

বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা। মাঝ পথেই বন্ধ করে দেওয়া হয় রক্তদান কর্মসূচি। যদিও ততক্ষণে ৪৯ জন রক্তের বিনিময়ে ইলিশ এবং ইনডাকশন ওভেন নিয়ে বাড়ি ফিরে গেছেন।

অবশ্য রক্তের বিনিময়ে উপহার দেওয়ার বিষয়টিকে গর্বের কাজ বলেই মনে করছেন আয়োজক সংগঠন ‘মির্জাপুর বান্ধব সম্মিলনী’র সম্পাদক ও স্থানীয় তৃণমূল নেতা সন্দীপ নন্দী।

তিনি বলেন, ‘অনেক গরিব মানুষই ইলিশ মাছ খেতে পারেন না। তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। ৪৯ জন রক্ত দিতে পেরেছেন। এরপরই স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা এসে রক্তদান শিবির বন্ধ করে দেন। মোট ৬০ জনের রক্তদানের ব্যবস্থা করা হয়েছিল।’

Related Posts

Leave a Reply