হিন্দু মহিলাদের ভুলেও কিন্তু এই কাজগুলি করা উচিত নয়!
কলকাতা টাইমস :
হিন্দু ধর্মের শুরু দিন থেকেই কিছু কিছু কাজ থেকে মেয়েদের দূরে রাখা হয়েছে। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এই কাজগুলি একজন মহিলা করলে নিজের এবং পরিবারের বাকি সদস্যদের নানাবিধ বিপদ ঘটার সম্ভাবনা যায় বেড়ে। সেই সঙ্গে খারাপ শক্তির প্রভাব বেড়ে যাওয়ার কারণে অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কাও যেমন থাকে, তেমনি আরও নানাবিধ সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে।
১. ভুলেও নারকেল ফাটাবেন না: পুজোর সময় অনেক বাড়িতেই নারকেল ফাটিয়ে দেব-দেবীদের নিবেদন করা হয়ে থাকে। কিন্তু ভুলেও নারকেল ফাটানোর কাজটা কোনও মহিলার করা উচিত নয়। কারণ নারকেল হল মা লক্ষ্মীর প্রতীক। তাই তো কোনও মেয়ে নারকেল ফাটালে দেবী বেজায় রুষ্ট হন। আর এমনটা হলে নানাবিধ সমস্যা যে মাথা চাড়া দিয়ে ওঠে, তা আর বলার আপেক্ষা রাখে না! তাই তো পুজোয় নিবেদন করার জন্য নারকেল ফাটানোর কাজটা সব সময় ছেলেদের করা উচিত। ২.পইতে পরা চলবে না: খেয়াল করে দেখবেন ব্রাহ্মণ ছেলেদের একটা বয়সের পর পইতে পরানোর রেওয়াজ রয়েছে। যদিও আজকের দিনে ব্রাহ্মণ যুবারা আর পইতে পরেতে চা না। তবে তারা পরুক বা না পরুক, এমন ধাগা মেয়েদের পরা কিন্তু একেবারেই উচিত নয়। কারণ শাস্ত্র মান্যতা দেয়নি। তবে এর পিছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে যদিও কোনও লেখার সন্ধান পাওয়া যায়নি!
৪. ওম উচ্চারণ করা চলবে না: যে মন্ত্রে “ওম” শব্দটি রয়েছে সেটি ভুলেও মেয়েদের পাঠ করা উচিত নয়। কারণ ওম শব্দটির সঙ্গে ভগবান শিবের যোগ রয়েছে, আর ঠিক এই কারণে নাকি মেয়েদের ওম উচ্চারণ করা উচিত নয়। তবে এই বিষয়ে আরেকটি মতামতেরও সন্ধান পাওয়া যায়। আর তা হল ওম উচ্চারণ করার সময় “নেভেল রিজিয়ান”-এ একটু বেশি মাত্রায় চাপ পরে, যা মেয়েদের জন্য একেবারে ঠিক নয়।
৫. ভুলেও সিতাফল কাটা চলবে না: মানে! মেয়েদের সিতাফল কাটলে আবার কী হবে? আসলে এমনটা বিশ্বাস করা হয় যে মেয়েরা যদি এই ফলটি কাটেন, তাহলে বৈবাহিক জীবনে নানাবিধ সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা যায় বেড়ে। সেই সঙ্গে পরিবারের অন্দরে ছোট ছোট কারণ নানা ঝামেলা মাথা চাড়া দিয়ে ওঠার সম্ভাবনাও থাকে।
৬. শ্মশানে যাওয়া উচিত নয়: এই নিয়মটির পিছনে যে কারণটা রয়েছে সেটা কিন্তু বেজায় হাস্যকর। কী কারণ? শাস্ত্র মতে মহিলারা শ্মশানে গেলে ভূত বা খারাপ শক্তির খপ্পরে পরার আশঙ্কা থাকে। আর ঠিক এই কারণেই মেয়েদের এই নিয়মটি মেনে চলার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তবে আরেকটি কারণেও এই নিয়মটি মেনা চলা উচিত।