৯০ কোটি পাইয়ে দিতে নিজেকেই ‘সুপারি’ অতঃপর…
কলকাতা টাইমস :
অ্যালেক্স মারডাগ, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত আইনজীবী। গত ৪ সেপ্টেম্বর আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায় গুলিবিদ্ধ হন তিনি।
অ্যালেক্স মারডাগের সঙ্গী তথা আইনজীবী জিম গ্রিফিন জানিয়েছেন, ৫৩ বছর বয়সী মারডাগ রাস্তার ধারে তার গাড়ির টায়ার পরিবর্তন করছিলেন। এ সময় একটি ট্রাক থেকে তাকে গুলি করা হয়।
এ ঘটনার তিন মাস আগে (জুনের ৭ তারিখে) মারডাগের স্ত্রী এবং এক ছোট ছেলের নিজেদের বাড়িতে রহস্যজনক মৃত্যু ঘটে। এখনও পর্যন্ত সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে কোনও সন্দেহভাজন ব্যক্তির তালিকা তৈরি করা হয়নি।তবে ভিন্ন দিকে মোড় নিল সেই ঘটনা। নিজেই ফেঁসে গেলেন আইনজীবী মারডাগ। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, নিজেই অ্যাডওয়ার্ড স্মিথ নামে এক ভাড়াটে খুনির মাধ্যমে নিজেকে গুলি করিয়েছিলেন মারডাগ। বেঁচে থাকা তার একমাত্র ছেলেকে বিশাল অংকের ইন্সুরেন্সের টাকা পাইয়ে দিতেই তিনি এভাবে নিজেকে হত্যার পরিকল্পনা করেছিলেন।
কেননা, মারডাগ জানতেন তিনি আত্মহত্যা করলে তার ছেলে কিছুই পাবে না। আর এভাবে মৃত্যু হলে তার বেঁচে একমাত্র ছেলে ইন্সুরেন্স হিসেবে ১০ মিলিয়ন মার্কিন ডলার,ভারতীয় টাকায় প্রায় ৯০ কোটি পাবে।
কিন্তু তার সেই পরিকল্পনা ভেস্তে যায় গুলির পরও সেদিন তিনি বেঁচে যাওয়ায়। শেষ পর্যন্ত বিষয়টি তদন্তে উঠে এসেছে এবং তার বিরুদ্ধে এ সংক্রান্ত চার্জশিট দাখিল করেছে মার্কিন পুলিশ।