ঐতিহাসিক, বিশ্বের বৃহত্তম অস্ত্রচুক্তির পথে ভারত !
কলকাতা টাইমসঃ
বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র চুক্তির দোরগোড়ায় ভারত। সূত্রের খবর, অত্যাধুনিক ১১৪ টি যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত। ঐতিহাসিক এই চুক্তির মূল্য প্রায় ১৫ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এক লক্ষ তিন হাজার কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, চূড়ান্ত খুঁটিনাটি খতিয়ে দেখে খুব শীঘ্রই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।
কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী ৮৫ শতাংশ যুদ্ধবিমানই ভারতে তৈরি করতে হবে। কেন্দ্রের একটি সূত্রে খবর, বোয়িং এর চুক্তি রয়েছে হিন্দুস্থান অ্যারোনটিক্যাল লিমিটেড এবং মহিন্দ্রা ডিফেন্স-এর সঙ্গে। এফ-২১ এর জন্য লকহিডের চুক্তি রয়েছে টাটা গ্রুপের সঙ্গে। অন্য দিকে আদানি গ্রুপের সঙ্গে চুক্তি রয়েছে সাব এবির। প্রতিরক্ষায় আধুনিকীকরণ এবং অস্ত্রভাণ্ডার বাড়ানো কার্যত অপরিহার্য হয়ে উঠেছে।