January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

বাগি ২-র কাছে ফুৎকারে উড়ে গেলো ‘হিচকি’, নিজের ছবি নিয়ে হেঁচকি তুললেন রানী   

[kodex_post_like_buttons]

 

নিউজ ডেস্কঃ

চার বছর পর ‘হিচকি’ দিয়ে বলিউডে ফিরেছেন রানি মুখার্জি। রানির কামব্যাক নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বেশ ভালোই রয়েছে তা বেশ বোঝা যাচ্ছে ‘হিচকি’-র বক্স অফিস রিপোর্টে। যদিও রানি অবশ্য বলেছিলেন, যদি দর্শকরা তাকে আর পছন্দ না করেন, তাহলে তিনি অভিনয় ছেড়ে শুধু সংসার জীবনেই মন দেবেন।

গত ২৩ মার্চ সারা দেশে মোট ৯৬১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রানির ‘হিচকি’। ‘হিচকি’ অসাধারণ একটা ছবি, তেমনটা কেউ না বললেও রানির ‘হিচকি’তে বেশ খুশি দর্শকরা। মাত্র তিনদিনেই ১৫.৩৫ কোটি টাকা। যা প্রথম দিনে (শুক্রবার) ছিল ৩.৩০ কোটি, দ্বিতীয় দিনে (শনিবার) তা বেড়ে হয় ৫.৩৫ কোটি এবং তৃতীয় দিন (রবিবার) ৬.৭০ টাকা আয় করে এবং নবম দিনে হিচকির বক্স অফিস কালেকশন ২.৬০ কোটি টাকা।
সব মিলিয়ে রানির ‘হিচকি’র বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ৩১.১০ কোটি টাকা। এদিকে টাইগার শ্রফের ‘বাগি ২’ এক দিনেই ব্যবসা করেছে ২৫ কোটির। যা এযাবৎ কালের রেকর্ড। ব্যবসা ছাড়িয়ে গেছে পদ্মাবৎকেও

প্রসঙ্গত, যশরাজ ফিল্মস প্রযোজিত রানির এই ছবির মোট বাজেট (খরচ) ছিল ২০ কোটি টাকা। বাকি দিনগুলোতেও এই সিনেমাটি যে বক্স অফিসে ভালো ব্যবসা করবে তা আশা করাই যায়। হিচকি’র সাফল্য নিয়ে রানি বলেছেন, হিচকিকে ও আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ। এতে এটাই প্রমাণ হল ভালো সিনেমা ও ভালো অভিনয় সব সময়ই সাফল্য পায়, তাতে বিবাহিত কিংবা সন্তানের মা এই দুই স্ট্যাটাস কখনওই বাধা নয়। দর্শক সিনেমাটিকে ভীষণ ভালোবাসা দিয়েছে। দর্শকরাই একজন ‘ওয়ার্কিং মাদার’ জিতিয়ে দিল।

 

Related Posts

Leave a Reply