হিটলারের ‘গোঁফ চুরি’!
কলকাতা টাইমসঃ
হিটলারের ‘গোঁফচুরি’! এমনই অভিনব অভিযোগ উঠলো অ্যামাজনের বিরুদ্ধে। তারা নিজেদের আইকন হিসেবে ব্যবহার করে হিটলারের সেই গোফ। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। অভিযোগ, অ্যামাজনের এই আইকন হুবহু মিলে যাচ্ছে হিটলারের গোফের সঙ্গে। শেষপর্যন্ত আইকন বদলাতে বাধ্য হয় তারা।
অ্যামাজনের বক্তব্য, গ্রাহককে আনন্দ দিতে আমরা সব সময়ই নতুনত্ব নিয়ে আসি। সেই কথা মাথায় রেখেই এই নতুন আইকন নিয়ে হাজির হয়েছি। প্রবল সমালোচনার মুখে ‘বিতর্কিত’ সেই আইকন সরিয়ে নিল সংস্থাটি। জানা যাচ্ছে, এই প্রথম আইকন পরিবর্তন করতে বাধ্য হলো অ্যামাজন।