দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৭ বছর পর মৃত্যু হলো হিটলারের পোষ্য কুমিরের
কলকাতা টাইমসঃ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৭ বছর পর মৃত্যু হলো হিটলারের পোষ্য কুমিরের। মৃত্যুর সময় কুমিরটির বয়স হয়েছিল ৮৪ বছর। সাধারণত এই ধরণের সরীসৃপের ৫০ বছরের বেশি বেঁচে থাকাটা বেশ বিরল। ১৯৩৬ সালে বার্লিন চিড়িয়াখানাকে এটি উপহার দেয় আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবল গোলা বর্ষণের মুখেও অদ্ভুত ভাবে বেঁচে যায় কুমিরটি।
১৯৪৬ সালে কুমিরটিকে রাশিয়ার কাছে হস্তান্তর করে ব্রিটেন। জানা যাচ্ছে, স্যাটার্ন নামের কুমিরটি অ্যাডলফ হিটলারের ব্যক্তিগত সংগ্রহে রক্ষিত ছিল। মস্কো চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানাচ্ছে, ব্রাশ দিয়ে শরীর ম্যাজাজ করা বেশ উপভোগ করতো কুমরটি। নাৎসি বাহিনীর বিরুদ্ধে বিজয়ের ৭৫ তম বার্ষিকীও উদযাপন করে দীর্ঘজীবী এই প্রাণীটি।