মিডিয়া টাইকুন বলেই হংকংয়ের আদালতে ফের দোষী জিমি !
আজ সকালে হংকংয়ের এক আদালত ওই তিন জনকে দোষী সাব্যস্ত করেছে। জিমি ছাড়া বাকি দু’জন হলেন হংকংয়ের গণতন্ত্রকামী প্রাক্তন সাংবাদিক গাইনেথ হো এবং প্রাক্তন মানবাধিকার সংক্রান্ত আইনজীবী চাও হাং তুং।
চিন-বিরোধী খবর প্রকাশের জন্য বছরখানেক আগে বন্ধ করে দেওয়া হয়েছে জিমির সংস্থার সংবাদপত্র ‘অ্যাপল ডেলি’। জিমি-সহ ওই সংবাদপত্রের বেশ কয়েক জন উচ্চপদস্থ কর্তাকে গ্রেফতার করা হয়। ফলে আজকের এই রায় জিমির জন্য সে ভাবে আলাদা করে কোনও গুরুত্ব রাখে না।
ঘটনা গত বছর ৪ জুনের। তিয়েনআনমেন হত্যাকাণ্ডের বর্ষপূর্তি পালন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল হংকং জুড়ে। কিন্তু প্রশাসনের অভিযোগ, সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে শ’খানেক মানুষ জমায়েত করেন সে দিন। যাঁদের মধ্যে অন্যতম ছিলেন জিমি, হো এবং চাও।