চীনা ভ্যাক্সিনে অনীহা হংকংবাসীর
কলকাতা টাইমসঃ
চীনের ভ্যাকসিন নিতে নারাজ হংকংয়ের বাসিন্দারা। ওই ভ্যাকসিনের ওপর একদমই আস্থা দেখাতে পারছেননা সেখানকার মানুষেরা। প্রসঙ্গত, কোন ভ্যাকসিনে হংকংয়ের বাসিন্দারা আস্থা রাখতে চান, তার ওপর একটি সমীক্ষা চালানো হয়। সেখানে মাত্র ২৯ শতাংশ মানুষ চীনের সিনোভ্যাকের কথা বলেছেন। সেখানকার ৫৬ শতাংশ মানুষ জার্মানির তৈরী বায়োনটেক ভ্যাকসিনই নিতে আগ্রহী। মাত্র ৩৫ শতাংশ বাসিন্দা অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে প্রাধান্য দিতে চাইছেন।
সেখানকার মাত্র ৪৬ শতাংশ মানুষ দ্রুত ভ্যাকসিন নেওয়ার পক্ষে মত দিয়েছেন। যদিও প্রথমদিকে ৭৫ লক্ষ চীনা ‘সিনোভ্যাক’ ভ্যাকসিনের অর্ডার দিয়েছিল হংকং। কিন্তু, বর্তমানে এই ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে সিনোভ্যাকের কার্যকারিতা সম্পর্কে আরও নিশ্চিন্ত হতে চাইছেন তারা। জানা যাচ্ছে, সিনোভ্যাক, ফোসুন ফার্মা-বায়োনটেক এবং অ্যাস্ট্রাজেনেকা মিলিয়ে মোট ২ কোটি ২৫ লক্ষ ভ্যাকসিনের অর্ডার দিয়েছে হংকং সরকার।