বন্ধ হয়ে গেলো হংকংয়ের জনপ্রিয় সংবাদমাধ্যম “স্ট্যান্ড নিউজ”
কলকাতা টাইমসঃ
হংকংয়ের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম স্ট্যান্ড নিউজের কার্যালয়ে পুলিশি অভিযানের পর তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলো কতৃপক্ষ। রাষ্ট্রদোহমূলক সংবাদ প্রকাশের অভিযোগে উঠেছে গণমাধ্যমটির বিরুদ্ধে। এই অভিযোগে প্রাক্তন এবং বর্তমান মিলিয়ে মোট ৭ জন সাংবাদিককে গ্রেফতার করেছে হংকং পুলিশ। পুলিশের অভিযানের পর স্ট্যান্ড নিউজ কতৃপক্ষ এক ফেইসবুক পোস্টে বলেছে, তারা আর তাদের ওয়েবসাইট আর আপডেট করবে না।
স্ট্যান্ড নিউজের অফিসে অভিযানে নামে ২০০’র বেশি পুলিশকর্মী। পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের মধ্যে স্ট্যান্ড নিউজের বর্তমান এবং প্রাক্তন প্রধান সম্পাদকও আছেন। তিনজন মহিলা সাংবাদিককেও গ্রেফতার করা হয় বলে খবর। বুধবার স্ট্যান্ড নিউজের ডেপুটি অ্যাসাইনমেন্ট ডিরেক্টর রনসন চ্যানকে জিজ্ঞাসাবাদের আটক করে পুলিশ।