February 22, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

রাশিফল : ব্যবসায় নতুন বিনিয়োগ করতে এখন অপেক্ষাই ভালো 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ধনু : আজ প্রগতিশীল চিন্তাভাবনার কারণে বন্ধুমহলে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। কিছু দান করায় মনও থাকবে ফুরফুরে। সহকর্মীদের পেছনে মোটা অঙ্কের অর্থ খরচ হতে পারে।
মকর : কাজকর্মে উৎসাহ ফিরে পাওয়ায় অনেকগুলো কাজ শেষ করতে পারবেন। ব্যবসায় নতুন করে বিনিয়োগ করতে অপেক্ষা করুন। পারিবারিক বিষয়ে মা-বাবার সহানুভূতি পাবেন।
কুম্ভ : কাজকর্মের চাপ থাকলেও পারিবারিক কোনো ঘটনায় মন বিক্ষিপ্ত হতে পারে। কর্মক্ষেত্রে নিজেকে সংযত রাখবেন। আজ সুনাম ও অর্থ বাড়বে আইনজীবীদের।
মীন : চাকরিক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। ব্যবসায় মন্দাভাব কাটবে। বস্ত্র ও পোশাক ব্যবসায়ীদের মোটা অঙ্কের লাভ আসবে। সুনাম বাড়বে সাহিত্যিকদের।
মেষ : আজ আপনি সম্মানজনক কোনো উপাধি পেতে পারেন। আয়-উপার্জন ভালো হলেও খরচের খাত বাড়বে। সুনাম বাড়বে রাজনীতিতে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে শত্রুও। বিনোদন শুভ।
বৃষ : সরকারি চাকরিজীবীদের কাজের চাপ বাড়বে। প্রতিভার গুণে অন্য কোনো সংগঠনের দায়িত্ব পড়বে আপনার ওপর। নতুন কোনো প্রচেষ্টায় সফলতা আসবে। বিনোদন ও দূরের যাত্রা শুভ।
মিথুন : বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত আগ্রহ দেখানোয় কোনো ঝামেলায় ফেঁসে যাওয়ার আশঙ্কা আছে। ভোগ-বিলাসিতা বাড়বে। লেখাপড়ায় মনোযোগ বাড়বে শিক্ষার্থীদের।
কর্কট : পাওনা অর্থের প্রায় অর্ধেক আজ আদায় হবে। সফলতা আসবে নতুন কোনো পরিকল্পনায়। প্রেমিক-প্রেমিকার মধ্যে সামান্য বিষয় নিয়ে কথাকাটাকাটি হবে।
সিংহ : চিকিৎসকদের জন্য দিনটি শুভ হলেও কয়েকটি প্রতিবন্ধকতার সামনে পড়তে হবে। ঠিকাদারি ব্যবসায় লাভ হলেও পরিমাণ কমবে। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। যাত্রা শুভ।
কন্যা : সাবধানে থাকুন। নইলে কোনো রাজনৈতিক সংঘর্ষের মধ্যে পড়ে আহত হতে পারেন। ঝুঁকিপূর্ণ কোনো কাজে আজ হাত না দেওয়াই ভালো। কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের সহযোগিতা পাবেন।
তুলা : সাংবাদিকদের পরিশ্রম বেশি হলেও সাফল্য ও সুনাম আসবে। কর্মচারীদের কর্মদক্ষতায় আপনার প্রতিষ্ঠানের উৎপাদন বাড়বে। তবে অর্থ এলেও সঞ্চয় হবে না।
বৃশ্চিক : নিজের বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা কাজকর্মে সাফল্য পাবেন। প্রশংসা মিলবে সামাজিক কাজেও। ঠাণ্ডাজনিত কোনো অসুখে ভুগতে পারেন। দূরের যাত্রা ও বিনোদন শুভ। 

Related Posts

Leave a Reply