ভয়াবহ : দ্বিতীয়বার শপিং ব্যাগ পাল্টে শিশুর দেহ
কলকাতা টাইমস :
এই নিয়ে দ্বিতীয়বার। বাজারের বাগে শিশুর নিথর দেহ। ঘটনায় হতবাক ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বোগর শহর । নিজের অজান্তেই শপিং ব্যাগে করে নিয়ে আসলেন একটি শিশুর মৃতদেহ ! স্থানীয় পুলিশ জানায়, রবিবার আয়শা নামে এক মহিলা তার মোটরসাইকেল নিয়ে মুদি পণ্য কিনতে যান ড্রামাগার একটি বাজারে। বাজার করে সব প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে আয়শা মোটরসাইকেলে ঝুলিয়ে রাখেন। তারপর মোটরসাইকেল চালিয়ে বাড়ি চলে আসেন।
বাড়ি এসে ব্যাগটি খুলেই দেখতে পেলেন তার ব্যাগে একটি মেয়ে শিশুর মৃতদেহ । পুলিশ ধারণা করছে, কেউ আয়শার অজান্তেই ব্যাগে রাখা দেহটি তার মোটরসাইকেলে ঝুলিয়ে দিয়েছে। ড্রামাগার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অনু জোনায়দি বলেন, ‘আয়শা জানেনা কে ব্যাগটি তার মোটরসাইকেলে রেখেছে।’ পুলিশ বলছে, আয়শার ব্যাগে দেওয়ার একদিন আগে সম্ভবত বাচ্চাটির জন্ম হয়েছে। এ ঘটনার তদন্তে এ পর্যন্ত স্বাক্ষী হিসেবে ৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু পুলিশ এখনো কোন ক্লু বের করতে পারেনি।