ভয়ঙ্কর তথ্য: ডোকালামে বসতি স্থাপন করলো চীন !
কলকাতা টাইমসঃ
লাদাখ উত্তেজনার মাঝেই ভারত-ভুটান সীমান্তের ডোকলামে গ্রাম গড়ে নিলো চীন। বৃহস্পতিবার সেই গ্রামের ছবি প্রকাশ্ করেছেন এক চীনা সাংবাদিক। সাংবাদিক শেন শিউই এই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে দুই দেশের মধ্যে। প্রসঙ্গত, ভুটান সীমান্তের ২ কিলোমিটারের মধ্যেই অবস্থান করে চীনের একটি গ্রাম ‘পাংড়া’। এই গ্রাম নিয়ে বরাবরই চিন্তিত ভারত।
২০১৭ সালের জুন মাসে চীনা সেনাকে ভারত, ভুটান এবং চীন সীমান্তের ডোকলামে রাস্তা তৈরি করতে বাধা দেয় ভারতীয় সেনা। দীর্ঘদিন ওই অঞ্চলে পরস্পরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে ছিলো। চীন ডোকলাম ইস্যুকে ‘ক্লোসজ চ্যাপটার’ বললেও আসলে তা যে হয়নি, তা আরও একবার প্রমান করলো চীন।