ভয়াবহ পদক্ষেপ: চীনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারত !
কলকাতা টাইমসঃ
চীনের বিরুদ্ধে বড়োসড়ো পোঁদক্ষেপ নিলো ভারত। দেশ জুড়ে চলতে থাকা চীনা পণ্য বয়কটের আবহের মাঝে এবার চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করলো ভারত সরকার। আজ সোমবার বিকেলে এই মর্মে এক নির্দেশিকা জারি কয় করে নরেন্দ্র মোদি সরকার।
সূত্রের খবর চীনের প্রথম সারির প্রায় ৫৯ টি অ্যাপ কে নিষিদ্ধের তাকলিকাভুক্ত করা হয়েছে। জাতীয় সুরক্ষার কারণ দেখিয়ে চীনের ওই ডিজিটাল মাধ্যমগুলিকে নিষিদ্ধ করা হয়। এই তালিকায় রয়েছে টিকটক, হ্যালো, ইউসি ব্রাউজার, ভিমেট, উইচ্যাট, ক্লাবফ্যাক্টরি শেয়ারইট সহ চীনের প্রায় সমস্ত প্রথম সারির অ্যাপ।