তাবড়দের পেছনে ফেলে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় ঘোড়া!
কলকাতা টাইমস :
অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় এবার রয়েছে ৯ জনের নাম। তবে তাদের বাদ দিয়ে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা ব্যক্তিত্বের নাম প্রকাশ করেছে দেশটির একটি সংবাদপত্র।
অস্ট্রেলিয়ার জাতীয় দিবসে অনুষ্ঠানের মাধ্যমে দেশটির সরকার পুরস্কারটি হস্তান্তর করবে। গত বছরে অস্ট্রেলিয়ার যে ব্যক্তি কঠোর পরিশ্রম, সহিষ্ণুতা ও সততায় উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন, তার কপালেই জুটবে বছরের সেরা ব্যক্তিত্বের পুরস্কার।
এবার যে ৯ জন সেরা ব্যক্তিত্বের তালিকায় রয়েছেন, এর মধ্যে আছেন ডুবুরি রিচার্ড হ্যারিস। তিনি গত বছরের থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকে থাকা খুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে কাজ করেছেন। তালিকায় রয়েছেন প্যারা অলিম্পিকে একাধিক পুরস্কার বিজয়ী কার্ট ফির্নলি ও সমাজকর্মী বার্নাডেট ব্ল্যাক।
ডেইলি টেলিগ্রাফ বলছে, কোনো মানুষ নয়, অস্ট্রেলিয়ায় এবারের সেরা ব্যক্তিত্ব হতে পারে উইংক্স নামের একটি ঘোড়া!
সংবাদপত্রটির বক্তব্য, এ ঘোড়াটিই বর্ষসেরা ব্যক্তিত্ব হওয়ার দাবি রাখে। বর্ষসেরা ব্যক্তিত্ব হতে যা যা গুণের প্রয়োজন তার সবটুকুই নাকি প্রকৃত অর্থে রয়েছে ঘোড়াটির।
ব্যক্তিত্বের তালিকায় ঘোড়া কেন? এমন প্রশ্নে ডেইলি টেলিগ্রাফ পাল্টা প্রশ্ন ছুড়েছে- মনোনীত তালিকায় যারা রয়েছেন, তারা কি অস্ট্রেলিয়ার নিরপেক্ষ মূল্যবোধ ও ভদ্রতা বজায় রেখে কাজ করেছেন? তাদের মতে ঘোড়াটিই এক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত।