থানা হয়ে উঠলো হাসপাতাল, আর পুলিশকর্মী ডাক্তার ! বাঁচলো ২১ দিনের শিশু !
কলকাতা টাইমসঃ
কিছুক্ষণের জন্য পুলিশ স্টেশনটাই হয়ে উঠেছিলো হাসপাতাল। যেখানে ডাক্তার তখন দুই পুলিশকর্মী। ঘটনাটি ব্রাজিলের। দুধ খাওয়ার সময় হঠাৎই এক শিশুর শ্বাসনালিতে দুধ আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। শিশুটির শরীর নীল হয়ে যেতে থাকে। একই সঙ্গে অজ্ঞান হয়ে যায় সে। উদ্ভ্রান্তের মতন শিশুটির বাবা-মা কাছের পুলিশ স্টেশনে গিয়ে হাজির হন। সেখানে উপস্থিত দুই পুলিশকর্মী বাবা-মায়ের চিৎকার চেচামেচি শুনে শিশুটিকে নিজেদের কাছে নিয়ে এসে সিপিআর থেরাপি দিতে থাকেন।
ব্রাজিল পুলিশ জানাচ্ছে, ১৫ এপ্রিল রাতে শিশুটিকে নিয়ে তার বাবা-মা থানায় আসেন। কর্তব্যরত পুলিশকর্মী রেনাটো টারোকো এবং রবসন থিয়াগো ডি সুজা তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। এক পুলিশকর্মী বাচ্চাটির মুখে মুখ লাগিয়ে দম দিতে থাকেন। দ্বিতীয়বার দম দেওয়ার পর বাচ্চাটির শ্বাসনালিতে আটকে থাকা দুধটুকু বেরিয়ে আসে।