অ্যান্টার্কটিকায় গরম !
কলকাতা টাইমসঃ
তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি। প্রায় কুড়ির কাছাকাছি। ৩০ ছাড়ালেই শুরু হয় ছেঁকা লাগা। সেক্ষেত্রে এই তাপমাত্রা নিশ্চই সহ্যের মধ্যে। কিন্তু যদি শোনেন, এই টেম্পারেচার বিশ্বের সবচেয়ে শীতলতম স্থানের! অবাক হওয়ার কিছু নেই, এটাই বাস্তব। বিশ্বজুড়ে উষ্ণায়ন কতটা ভয়ঙ্কর চেহারা নিয়েছে, সেটাই স্পষ্ট করছে এই চিত্র।
গত বৃহস্পতিবার আন্টার্কটিকার তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। হিমশীতল দক্ষিণ মেরু এখন উষ্ণতম! বরফ গলে দ্রুত জলে পরিণত হচ্ছে এখানে। ১৯৬১ সালে সবচেয়ে উষ্ণতম ছিল অ্যান্টার্কটিকা। ওই বছরের ২৪ মার্চ তাপমাত্রার পারদচড়েছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। আগে বছরে যে পরিমাণে বরফ গলতো অ্যান্টার্কটিকায়, ১৯৭৯ থেকে ২০১৭, এই ৩৯ বছরে তা ৬ গুণবৃদ্ধি পেয়েছে।