November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

জঙ্গি হামলা রুখবে হোটেল! প্রশিক্ষণ সিআইএসএফের 

[kodex_post_like_buttons]
নিউজ ডেস্ক :
২৬/১১-র ঘটনায় তাজমহল-এর মতো বিলাসবহুল হোটেলের সুরক্ষা ব্যবস্থার গাফিলতি থেকে শিক্ষা নিয়েই দেশের বিলাসবহুল হোটেলগুলিকে প্রশিক্ষণ দেবার পরিকল্পনা করল আধাসামরিক বাহিনী সিআইএসএফ। যে কোনো জঙ্গি হামলার বিরুদ্ধে প্রাথমিক ভাবে যুঝতে দেশের বিলাসবহুল হোটেলগুলিকে প্রশিক্ষণ দেবে সিআইএসএফ। তাদের ৪৯-তম রাইজিং ডে-র আগে এই বিষয়ে সিআইএসএফ-এর তরফে একটি ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। যদিও এর বিনিময়ে প্রাথমিক ভাবে একটি কনসালটেন্সি ফি নেওয়া হবে বলে এই নিরাপত্তারক্ষী সংস্থার তরফে জানানো হয়েছে।
২৬/১১-র মুম্বই হামলার তদন্তে নেমে গোয়েন্দারা দেখতে পান, ওই দিন তাজমহল হোটেল ও ট্রাইডেন্ট হোটেলের নিরাপত্তায় বড়সড় ফাঁক থেকে গিয়েছিল। তারই সুযোগ নিয়ে বিস্ফোরক ও বন্দুক নিয়ে সেখানে সন্ত্রাসবাদীরা ঢুকে পড়েছিল সেদিন।
তাই  বেশ কিছু বিষয় যেমন -হোটেল বিল্ডিংয়ের কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা বসাতে হবে এবং তা নির্দিষ্ট কত ডিগ্রি কোনে রাখতে হবে। কতজন নিরাপত্তারক্ষী নিযুক্ত করতে হবে। সেই সঙ্গে তাঁদের কী ধরণের প্রশিক্ষণের প্রয়োজন তাও জানাবে এবং নির্দিষ্ট প্রশিক্ষণও দেবে সিআইএসএফ। বড় ধরনের হামলার ক্ষেত্রে আপদকালীন গেজেট কীভাবে ব্যবহার করতে হবে, সে ব্যাপারে হোটেলকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
জানিয়ে দিই, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের ৮টি জায়গায় হামলা চালায় লস্কর-ই-তইবা। হামলা চলে ছত্রপতি শিবাজি রেল স্টেশন, বিলাসবহুল তাজমহল হোটেল, ট্রাইডেন্ট হোটেল, নারিম্যান হাউজ, কামা হাসপাতাল, লিওপড ক্যাফে, মেট্রো সিনেমা ও সেন্ট জেভিয়ার্স কলেজের পিছনের একটি রাস্তায়। ঘটনায় মৃত্যু হয় ১৬৪ জনের।

Related Posts

Leave a Reply