ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার মহিলার দেহ
কলকাতা টাইমস :
মঙ্গলবার রাতে হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে বরাহনগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের টি এন চ্যাটার্জী স্ট্রিট। আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন এলাকার মানুষ। ভাবেন বিস্ফোরণ হয়েছে পাড়ায়। তখনই নজরে আসে ৩৪ নম্বর টি এন চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটির একটি অংশ পুরোপুরি ভেঙে পড়েছে। বাড়ি ভেঙে মৃত্যু হল এক মহিলার। পুলিশ জানিয়েছে মৃতার নাম সুমিত্রা মাইতি(৫৫)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বরাহনগর থানার পুলিশ ও দমকল।
বাড়িতে সেই সময় একাই ছিলেন সুমিত্রা। ধ্বংসস্তূপে তাঁর খোঁজ চালাতে থাকেন প্রতিবেশীরা। তাঁরা জানান, মেয়ের বিয়ের পর থেকে ওই বাড়িতে একাই থাকতেন সুমিত্রা। রাতেই ডিজাস্টার ম্যানেজমেন্ট, পুলিশ এবং দমকলের কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে তাঁর দেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।
পুলিশ জানিয়েছে, বাড়িটি পুরনো ছিল। কিন্তু মাসখানেক আগেই বাড়ির কিছুটা অংশ মেরামত করিয়েছিলেন সুমিত্রা মাইতি। তারপরেও কীভাবে বাড়ি ভাঙল তা তদন্ত করে দেখছে পুলিশ।