আরব থেকে মোবাইলে তিন তালাক গৃহবধূকে !
কলকাতা টাইমসঃ
ফের তিন তালাক। এবার উত্তর প্রদেশের কনৌজে। কন্যা সন্তানের জন্ম দেওয়ায় সুদূর সৌদি আরব থেকে মোবাইলে তালাক দেওয়া হলো গৃহবধূকে। ওই গৃহবধূ জানিয়েছেন, গত ১০ বছর ধরে ছেলের জন্য চাপ দিচ্ছে শ্বশুরবাড়ির লোকেরা। প্রতিদিন অশান্তির জেরে তার স্বামী সৌদি আরবে চাকরি নিয়ে চলে যান। সেখান থেকেই ফোনে তাকে তিন তালাক দেন স্বামী।
এরপরই থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান ওই গৃহবধূ। স্বামীর এই কাজে শ্বশুরবাড়ির লোকেদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন তিনি। কনৌজের এসএসপি বিনোদ কুমার জানিয়েছেন, মহিলার স্বামী এবং শ্বশুর-শ্বাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।