দুনিয়াটা ১০০ জনের গ্রাম হলে ২৩ জনই হতেন মুসলিম
তাহলে সেই ১০০ জনের গ্রামে ৩১ জন খ্রিস্টান থাকবেন। দুনিয়ার জনসংখ্যাকে ধর্মের ভিত্তিতে সম অনুপাতে ভাগ করা সেই গ্রামে ২৩ জন থাকবেন মুসলিম ধর্মের লোক। ১৫ জন হিন্দুকে দেখা যাবে এই গ্রামে। সেই গ্রামে ৭ জন বৌদ্ধ ধর্মাবলম্বি মানুষ থাকবেন। গ্রামের বাকি ২৪ জন মানুষ শিখ, জৈন সহ অন্য ধর্মের হবেন। কিন্তু ২০৫০ সালের পর এই হিসেবটা উল্টে যেতে পারে।
১০০ জনের গ্রামে কোন ধর্মের কত জন :
খ্রিস্টান-৩১ জন।। ইসলাম-২৩ জন।। হিন্দু-১৫ জন।। বৌদ্ধ-৭ জন।। অন্যান্য-২৪ জন।।