তাদের কতজন সেনার মৃত্যু হয়েছে? তথ্য জানতে চেয়ে উত্তাল চীনের জনগণ
কলকাতা টাইমসঃ
কতজন সেনার মৃত্যু হয়েছে? এই তথ্য জানতে চেয়ে উত্তাল চীনের জনগণ। চীন সরকারের দীর্ঘ রাখঢাক যথেষ্ট বিরক্ত সেদেশের নেটিজেনরা। চীনা নাগরিকদের একাংশ সোশ্যাল মিডিয়ায় সরাসরি সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিশানা করে বলছেন, ‘কিভাবে শহীদদের সম্মান করতে হয়, তা ভারতকে দেখে শিখুন।’ কতজন সেনা নিহত? তাদের দেহ কোথায়? এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
গালওয়ানে সংঘর্ষের ঘটনায় পিপলস লিবারেশন আর্মির এক কমান্ডারের মৃত্যুর খবর গতকালই স্বীকার করে নিয়েছে চীনের সেনাবাহিনী। গতকাল ভারত এবং চীনের মধ্যে সেনা পর্যায়ের বৈঠকে এই কথা জানিয়ে দেন চীনের সেনা কর্তারা। অন্যদিকে চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসের দাবি, সংঘর্ষে ভারতের চেয়ে চীনের কম সেনা নিহত হয়েছে। যদিও কোনো সংখ্যা উল্যেখ করেনি তারা। ভারতীয় সেনাবাহিনীর দাবি ছিল অন্তত ৪৫ জন আর্মির হতাহতের ঘটনা ঘটেছে।